ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার উপায়

Instagram account ডিলিট করার সুবিধা এনেছে ইনস্টাগ্রাম কতৃপক্ষ। এতদিন পর্যন্ত Instagram account চাইলেই ডিলিট করা যেত না। ফলে যদি কোন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করতে চাইতো তাহলে ডিলিট করার পরিবর্তে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখতে হতো।

তবে, এবার থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারী চাইলেই তার একাউন্ট ডিলিট করতে পারবেন। তবে, এ সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। যারা আইফোন ব্যবহার করেন তারাই এই সুবিধা পাবেন।

 

আরও পড়ুন:

ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করার নিয়ম

যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

 

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন-

> প্রথমে আইফোনে Instagram app এ প্রবেশ করতে হবে।

> তারপর প্রোফাইল থেকে `Account’ অপশনে যেতে হবে।

> এরপর ‘Delete Account’অপশনে ক্লিক করতে হবে।

> এখানে ব্যবহারকারীকে দুইটি অপশন দেখানো হবে। তা হলো- ‘Deactivate’ কিংবা ‘Delete’.

> এখন ‘Delete’ অপশনে ক্লিক করতে হবে এবং নিশ্চিত করতে হবে।

> ‘Delete’ অপশন নিশ্চিত করার পর Instagram account Delete করার জন্য ৩০ দিনের সময় দেয়, এর মধ্যে চাইলে অপশন পরিবর্তন করতে পারবেন। তখন ফের অ্যাকাউন্ট Deactivate’ করার অপশনটিও বেছে নিতে পারেন।

 

আরও পড়ুন:

টেলিগ্রামে মেসেজ শিডিউল করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করবেন যেভাবে

########

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button